গত বছর চ্যাটপিজিটি তাদের ওয়েবসাইট Next.js থেকে রিমিক্সে মাইগ্রেট করে। তারপর থেকেই বিভিন্ন বড় বড় ব্যক্তিদের থেকে বিভিন্ন ভিডিও, আর্টিকেল ও টুইট দেখেছি- প্রত্যেকেই “Next.js কেনো ভালো না / Next.js থেকে সরে এসে ভালো করেছি” টাইপের লেখা লিখেছিলো।

সে পর্যন্ত তাও ভালো / কম খারাপ ছিলো। কিন্তু গত সপ্তাহের nextjs middleweare vulnerability দেখার পর থেকে মন আরো উঠে গেছে। (ভার্সেল অবশ্য বেশ দ্রুতই ফিক্স করেছে।)

এমন না যে- অন্য ফ্রেমওয়ার্ক (nuxt, astro) বা টুলে (vite) কোনোদিন কোনো vulnerability ছিলো না- কিন্তু Next.js এর এটি আসলেই অনেক বড়।

এখানে আমি বেশ কিছু লিংক দিয়ে রাখি, যা ভবিষ্যতে আমার ও অন্যদের কাজে লাগবে।

১। You should know this before choosing Next.js by Eduardo Bouças, Netlify

অনেক বড় লেখা, এবং আরো অনেক ব্লগ/আর্টিকেলের রেফারেন্স দেয়া আছে। কিন্তু পড়লে অনেক কিছু জানা যাবে।

২। Why I Won’t Use Next.js by Kent C. Dodds (epicweb.dev)।

এটির অবশ্য ‘জবাব’ আছে, যার লিংক ব্লগের শেষে দেয়াও আছে- https://archive.leerob.io/blog/using-nextjs

৩। Remix vs Next.js official Remix blog

এমনিতেও Astro বেশ ভালো করছে, React Router 7 / Remix যথেষ্ট অ্যাটেনশন পেয়েছে এবং পাচ্ছে। আমি গত জানুয়ারী/ফেব্রুয়ারীতে রিমিক্সের একটি ক্র্যাশ কোর্স দেখেছিলাম, এখন তো মনে হচ্ছে- খুব ভালোভাবেই শিখে ফেলবো।

আরেকটা কথা- ২০+ ফ্রেমওয়ার্কের হোমপেজ ভিজিট করে আমার কাছে রিমিক্সের হোমপেজটাই সেরা লেগেছে- https://remix.run/